• ঢাকা শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
logo
প্রেমের টানে শ্রীলঙ্কান যুবক বাংলাদেশে
বাংলাদেশি তরুণী সুবর্ণা আক্তারের প্রেমের টানে পটুয়াখালীতে ছুটে এসেছেন শ্রীলঙ্কার যুবক দিলশান মাদুরাঙ্গা। সম্প্রতি তিনি পটুয়াখালীর দশমিনায় আসেন। বৃহস্পতিবার সামাজিক ও ইসলাম ধর্মের রীতি অনুসারে পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয়। শুক্রবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা থানার ওসি মো. আবদুল আলীম। জানা যায়, পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য গছানী গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন সিকদারের মেয়ে সুবর্ণা গত পাঁচ বছর আগে কাজের সন্ধানে জর্ডানে যান। সেখানে গিয়ে তিনি একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন। একই পোশাক কারখানায় সুপারভাইজার হিসেবে কাজ করতেন দিলশান মাদুরাঙ্গা। কাজের সুবাদে পরিচয় হয় তাদের, পরে তাদের মধ্যে দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্ক চলে। দিলশান মাদুরাঙ্গা শ্রীলঙ্কার কুরুনাগাল জেলার দুমমলচুরিয়া থানার ন্যাবটাকা উডুবাগদা গ্রামের লাকমালের ছেলে। গত এক মাস আগে নিজ গ্রামের বাড়িতে চলে আসেন সুবর্ণা।  দেশে ফিরলেও দিলশান মাদুরাঙ্গার সঙ্গে তার যোগাযোগ ছিল। গত ৬ নভেম্বর সকালে দিলশান মাদুরাঙ্গা ওরফে দিলশান ইসলাম পটুয়াখালী আসেন। সেখানে সুবর্ণা তাকে রসিব করে। সেখানে উভয়ের সম্মতিতে ৭ নভেম্বর পটুয়াখালী নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে বিবাহ হয়। পরে একই দিনে সুবর্ণার গ্রামের বাড়ি বাশবাড়িয়া ইউনিয়নের মধ্য বাঁশবাড়িয়া ইসলামি শরিয়াহ মতাবেক বিবাহ সম্পন্ন হয়। শ্রীলঙ্কান পাত্র দিলশান মাদুরাঙ্গা ওরফে দিলশান ইসলাম বলেন, ‘আমরা দুজন একই গার্মেন্টসে কাজ করতাম। সেখানেই আমাদের পরিচয় হয়। গত পাঁচ বছরের সম্পর্ক, আমাদের পরিবার আমাদের সম্পর্কের বিষয়ে জানেন এবং তাদের সম্মতিতে বিবাহ করেছি।’ সুবর্ণার বাবা নিজাম উদ্দিন সিকদার বলেন, ‘আমার মেয়ের সুখেই আমার সুখ। এখানে আমার কিছুই বলার নাই। তবে দোয়া করি ওরা যাতে ভালো থাকে।’ এ বিষয়ে দশমিনা থানার ওসি মো. আবদুল আলীম বলেন, ‘আমরা শুনেছি শ্রীলঙ্কার এক নাগরিক প্রেমজনিত কারণে দশমিনায় এসেছেন। কিন্তু তার নাম-ঠিকানা কিছুই জানি না।’ আরটিভি/এমকে/এআর
৫ ঘণ্টা আগে

ঘরে ঢুকে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ যুবক আটক
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক নারী ও তার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) রাতে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হচ্ছে। এর আগে, গত রোববার রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের দুর্গম চরে এ ঘটনা ঘটে।   আটকরা হলেন—হাসান (৩৬) ও হারুন (৩২)। তারা ওই ইউনিয়নের বাসিন্দা।  পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নির্যাতনের শিকার নারীর স্বামী চট্টগ্রামে গাড়ি চালান। উপজেলার চরএলাহী ইউনিয়নের এক দুর্গম চরে ওই নারী তার এক ডিভোর্সি মেয়েকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। তার এক দূর সম্পর্কের দেবর প্রায়ই তাদের বাড়িতে আসা যাওয়া করতেন। এ নিয়ে স্থানীয় রাশেদ, সাইফুল, হাসান, হারুন, রাজু ও ইব্রাহিম তাদের মা-মেয়েকে সন্দেহ করতেন। গত রোববার রাত ১১টার দিকে ৬ যুবক ভুক্তভোগী নারীর বাড়িতে ঢোকেন। একপর্যায়ে তারা ঘরের দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করেন। এরপর তারা ওই নারীর দূর সম্পর্কের দেবরকে (২১) বেঁধে তাকে ও তার মেয়েকে (২০) ঘর থেকে বের করে নিয়ে যান।   ভুক্তভোগী নারী অভিযোগ করে আরও বলেন, যুবকদের মধ্যে তিনজন তাকে টেনে হিঁচড়ে বাড়ির পুকুর পাড়ে ও অন্যরা তার মেয়েকে বসত-ঘরের পাশের রান্নাঘরের সামনে নিয়ে যায়। সেখানে রাত তিনটা পর্যন্ত পালাক্রমে ওই যুবকরা তাদের ধর্ষণ করে। যাওয়ার সময় টাকাপয়সাসহ ঘরের জিনিসপত্রও লুট করে নিয়ে যায়। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে যায়।   কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ দুইজনকে আটক করে। নির্যাতিত নারী ও তার মেয়েকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।     আরটিভি/এমকে/এআর
২৭ অক্টোবর ২০২৪, ১২:৩৪

মাদক ব্যবসায়ীর হাতে যুবক খুন 
যশোরের চৌগাছায় মাদক ব্যবসায়ীর হাতে জাহিদ হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।  শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।  নিহত জাহিদ উপজেলার মশমপুর গ্রামের শিমুল হোসেনের ছেলে।   নিহতের মামা আরমান জানান, স্থানীয় সন্ত্রাসীরা মাদক ব্যবসা করে আসছিলো। মাদক ব্যবসায়ীদের অবৈধ চালান প্রায় প্রশাসনের হাতে ধরা খাওয়ায় তারা আমার ভাগনেকে সন্দেহ করে এবং এলোপাতাড়ি মারধর করে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে থাকার সময় ৬ জন যুবক আমার ভাগনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে অণ্ডকোষে আঘাত লেগে আমার ভাগনে গুরুতর আহত হয়। চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।  এ বিষয়ে চৌগাছা থানার তদন্ত কর্মকর্তা আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এমকে/এসএ
১৮ অক্টোবর ২০২৪, ১৯:১৬

চট্টগ্রামে গাড়িতে ঝাঁপিয়ে পড়ে যুবক নিহত
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন টেকনিক্যাল মোড়ে একটি কাভার্ডভ্যানের সামনে ঝাঁপিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন।  রোববার (১ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা এটি আত্মহত্যা।   নিহত সাদমান ছামিদুর রহমান (১৭) নগরীর শোলকবহর এলাকার আল মাদানি রোডের ওবায়দুর রহমানের ছেলে।  বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কবিরুল ইসলাম।  তিনি বলেন, ভোর রাতে টেকনিক্যাল মোড়ে একটি দুর্ঘটনা ঘটে। তবে ভিডিও ফুটেজে আমরা দেখেছি, একটি চলন্ত কাভার্ডভ্যানের সামনে গিয়ে ওই যুবক লাফ দেন। এতে ওই যুবককে গাড়িটি টেনে হিঁচড়ে কিছু দূরে নিয়ে যায়। ফুটেজ বিষয়টি আত্মহত্যার মতো মনে হয়েছে।
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৮

জুয়া খেলা নিয়ে দ্বন্দ্ব, গুলিতে যুবক নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।  শনিবার (২৭ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম। নিহত রাকিব হোসেন (২৫) নারায়ণগঞ্জের আড়াইহাজারের বালিয়াপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা কমিউনিটি ক্লিনিকের পাশের আলী হোসেনের বাড়িতে তিনি গুলিবিদ্ধ হন। আলী হোসেনের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর ও মাদক ব্যবসা চলে আসছিল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে রাকিব হোসেন ওই বাড়িতে জুয়া খেলতে বসেন। একপর্যায়ে ওই গ্রামের মাসুদ এসে রাকিবের কাছে জুয়া খেলার পাওনা টাকা দাবি করে। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মাসুদ রাকিবের বুকে গুলি করে। আহত অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, গুলিতে একজন আহত হওয়ার খবর শুনেছি। বহিরাগত লোকজন এসে জুয়ার খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে। পরে শুনেছি ওই যুবক মারা গেছেন। এ বিষয়ে তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম বলেন, ‘জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দুজনই বহিরাগত। তারা পাশের আড়াইহাজার উপজেলা থেকে এসে এ ঘটনা ঘটিয়েছেন।’
২৭ জুলাই ২০২৪, ২১:৫০

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম মো. রাজু (১৯)। শুক্রবার (৫ জুলাই) ভোরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ। নিহত রাজু ওই উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের গড়িয়াল গ্রামের হবিবর রহমানের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে রাজুসহ কয়েকজন মিলে নাগরভিটা সীমান্তের ৩৭৬ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে নিহত হন রাজু। এ বিষয়ে লে. কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, ‘প্রতিবাদ জানিয়ে বিএসএফকে আজকেই পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি আমরা।’
০৫ জুলাই ২০২৪, ১৪:৫৩

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
নীলফামারীর সৈয়দপুর সাহেব পাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে আরমান আলী (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন।  শুক্রবার (১০ মে) দুপুরের দিকে সাহেব পাড়া এলাকার রেলক্রসিংয়ের পাশে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইলে এ দুর্ঘটনা ঘটে। আরমান ওই এলাকার সাহেবপাড়া সেলিম উদ্দিন ছেলে। স্থানীয়রা জানান, আরমান দীর্ঘদিন ধরে ব্রেন ক্যানসারে আক্রান্ত। পরিবার সাধ্যমতো চিকিৎসা করে আসছিল। তার চিকিৎসা করতে গিয়ে ইতোমধ্যে সব জমি-জায়গা শেষ হয়ে গেছে। এজন্য আরমান এ কাজ করতে পারে বলে জানান স্থানীয়রা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার ওসি নুরুল ইসলাম। তিনি বলেন, পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
১০ মে ২০২৪, ১৭:৫৮

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত
পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত হয়েছেন।  বুধবার (৮ মে) ভোরে জেলার তেঁতুলিয়া উপজেলার রণচন্ডী বিওপি আওতাধীন এলাকা সীমান্ত পিলার ‘৪৪৬/১৪ আর’ এর নিকট খয়খাটপাড়া দরগাসিং এলাকায় ভারতের ফকির পাড়া বিএসএফ ক্যাম্পের টহলদলের গুলিতে তারা মারা যান।  জানা গেছে, নিহত ইয়াসিন আলী (২৩) জেলার তেঁতুলিয়া উপজেলা ব্রহ্মতোল গ্রামের কেতাব আলীর ছেলে এবং আব্দুল জলিল (২৪) একই উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে।  স্থানীয়, পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে তেঁতুলিয়া উপজেলার রণচন্ডী এলাকার দরগাসিং সীমান্ত এলাকায় হঠাৎ ওই যুবকদের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়৷ অন্যদিকে ভারতীয় বিএসএফ ওই যুবকদের লাশ  ভারতে নিয়ে যায়৷ জানা যায় তারা অবৈধ ভাবে গরু আনতে তারাকাটা কেটে ভারতের প্রবেশের চেষ্টা করছিল৷  তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার বলেন, ‘নিহত দু’জনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে হত্যা করে লাশ ভারতে নিয়ে যায়।’  বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান বলেন, ‘ভারতের অভ্যন্তরে দু’জন বাংলাদেশি যুবক মারা গেছেন এমন খবর পেয়েছি তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি৷ বিষয়টি আমরা দেখছি।’
০৮ মে ২০২৪, ১৩:০১

বান্দরবানের লামায় রাইফেলসহ যুবক গ্রেপ্তার
বান্দরবানের লামায় রাইফেলসহ জুয়েল ত্রিপুরা (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের নাইক্ষ্যংমুখ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুয়েল ত্রিপুরা গজালিয়া ইউনিয়নের লুলাইং পাড়া এলাকার অনজাহা ত্রিপুরার ছেলে। পুলিশ জানায়, রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম নাইক্ষ্যংমুখ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় একটি রাইফেলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ। তিনি বলেন, চাঁদাবাজির ঘটনায় অস্ত্রসহ এক যুবককে আটক করে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
২৭ এপ্রিল ২০২৪, ০৯:১৮

জাটকা পাচারকালে ২ যুবক গ্রেপ্তার
চাঁদপুরে ১৫০ কেজি জাটকা পাচারকালে নুরুল ইসলাম (২০) ও কাদির (১৮) নামের ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ এপ্রিল) দুপুরে মামলা দায়েরের পর তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।  চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের হক মার্কেট-সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে সোমবার ভোরে তাদেরকে জাটকাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার গবিন্দপুর ইউনিয়নের পশ্চিম হাঁসা গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে ও কাদির হানারচর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের দুলাল দর্জির ছেলে। পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের হক মার্কেট-সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে ফরিদগঞ্জ উপজেলায় ১৫০ কেজি জাটকা পাচার করার সময় নুরুল ইসলাম ও কাদিরকে গ্রেপ্তার করা হয়।  অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহজাহানের নেতৃত্বে পুলিশ সদস্যরা। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, মৎস্য আইনে মামলা দায়েরের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
০১ এপ্রিল ২০২৪, ১৯:১৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়